-->

Translate your won

ব্রণের গর্ত দূর করার সহজ উপায়

ব্রণের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পরও মুখে ছোট ছোট গর্ত থেকেই যায়। বেসন বাটা, অলিভ অয়েল, খড়িমাটি, নানারকম ক্রিম ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু কাজের কাজ অনেক সময়েই হয় না।


কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একটা সহজ উপায় আছে। যা এই সমস্যা থেকে আপনাকে সহজেই মুক্তি দিতে পারে। আর যে উপাদানটি দিয়ে এই কাজটি করা যায়, সেটাও সবসময় হাতের কাছেই থাকে।
বেকিং সোডা এবং পানির মিশ্রণ ব্যবহার করে আপনার মুখের ত্বকের গর্ত থেকে মুক্তি পেতে পারেন।
প্রণালী: বেকিং সোডার সঙ্গে ভালো করে পানি মিশিয়ে একটি পেস্ট বা লেই তৈরি করুন। সাবান অথবা ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন। মুখ ভালো করে মুছে শুকিয়ে নিন। এরপর বেকিং সোডার পেস্ট ভালো করে মুখে মাখুন। কিন্তু বেশি জোরে মুখ ঘষবেন না। তারপর কয়েক মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। ব্যস এবার তফাৎটা দেখুন। সামান্য বেকিং সোডা কতটা কাজের, নিজের মুখ দেখেই তার প্রমাণ পেয়ে যাবেন।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner