-->

Translate your won

বুদ্ধিমান সন্তান চাইলে যেটা জানা খুব দরকার।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যেসব নারী ৩০ বছর বয়সে মা হয়েছেন তাদের সন্তান অনেক বেশি বুদ্ধিমান।
গবেষণায় আরও দেখা গেছে, যারা ৩০ বছর বয়সে মা হয়েছেন, তাদের চেয়ে যারা ২০ বা ৪০ বছর বয়সে মা হচ্ছেন তাদের সন্তান বুদ্ধির বিচারে পিছিয়ে রয়েছে।
১৮ হাজার শিশুর ওপর এই সমীক্ষা চালানো হয়।
সমীক্ষায় দেখা যায়, যারা ৪০ বছরে মা হয়েছেন তারা তাদের সন্তানের সঙ্গে সেভাবে খেলাধুলা করেন না। এর ফলে তাদের সন্তানেরা স্থূলতাজনিত সমস্যায় বেশি ভোগেন।
মূলত ৩০-য়ে যারা প্রথম মা হচ্ছেন তাদের ব্যক্তিগত আয় যথেষ্ঠ ভালো। এরা মোটামুটি একটা স্থিতিশীল সম্পর্কের মধ্যে রয়েছেন এবং অনেক বেশি নিয়ম মেনে জীবনধারণ করেন। এ সমস্ত মানসিক স্থিতিশীলতারই প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের ওপর।

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner