আদা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি ত্বকের জন্যও উপকারী। বিশেষ করে যাঁদের ব্রণের সমস্যা রয়েছে, তাঁরা নিয়মিত মুখে আদার রস ব্যবহার করুন। দেখবেন, অনেক দ্রুত ব্রণ দূর হয়ে যাবে।
আদার রস ত্বকের জন্য কতটা উপকারী, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে টাইমস অব ইন্ডিয়ায়। একনজরে চোখ বুলিয়ে নিন।
২. আদার রস ব্রণের জীবাণু ধ্বংস করে। এর ফলে ব্রণ দূর হওয়ার পর আর ফিরে আসে না। নিয়মিত আদার রস তুলায় নিয়ে ব্রণের ওপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।১. আদার রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের বলিরেখা দূর করতে বেশ কার্যকর। এটি শুধু দূষিত পদার্থই দূর করে না, রক্ত সঞ্চালনেও এই রস খুবই উপকারী।
৩. ত্বকের কালো ছোপ ছোপ দাগ অথবা রোদের পোড়া দাগ দূর করতে নিয়মিত বাসায় ফিরে আদার রস মুখে ব্যবহার করুন। এতে ত্বকের সব ধরনের দাগ দূর হবে।
৪. আদার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বক নরম ও মসৃণ করে। এ ছাড়া মধু, আদার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হবে।