-->

Translate your won

চমকপ্রদ তথ্য! এবার ডায়াবেটিস ঠেকাতে সপ্তাহে দুদিন যা করবেন

সপ্তাহে পাঁচদিন নিয়মিত খাবেন-দাবেন, কিন্তু দুদিন অনাহারে থাকবেন  ওজন কমাতে আর ডায়াবেটিস ঠেকাতে এটাই নাকি সবচেয়ে সহজ আর কার্যকরি উপায়
বেশকিছু সমীক্ষায় এর কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর বিবিসির স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক মাইকেল মোজলে নিজে বিষয়টি পরীক্ষা করে দেখেন। মিস্টার মোজলে নিজেও একজন ডাক্তার। পরীক্ষায় চমকপ্রদ ফল পেয়েছেন তিনি।  বিবিসির একটি ডকুমেন্টারিইট, ফাস্ট অ্যান্ড লিভ লংগারএর জন্য তিনি সপ্তাহ পাঁচদিন নিয়মিত খাওয়া দাওয়া করেছেন আর দুদিন অনাহারে থেকেছেন।  এই ডায়েট : নামেই পরিচিত
যে দুদিন অনাহারে থাকার কথা, সেদিন একদম না খেয়ে থাকতে হবে তা নয়।  তবে কোনোভাবেই মহিলাদের বেলায় পাঁচশক্যালরি আর পুরুষদের বেলায় ছয়শক্যালরির বেশি খাওয়া
যাবে না
মাত্র পাঁচ সপ্তাহ এই ডায়েট অনুসরণ করে চমকপ্রদ ফল পেয়েছেন মাইকেল মোজলে।  তার ওজন কমেছে ছয় কেজি।  সেইসঙ্গে তার রক্তে কোলেস্টরল এবং গ্লুকোজ খুবই নিয়ন্ত্রণের মধ্যে ছিল
: ডায়েট প্ল্যান এখন বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়।  তবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শে বলা হচ্ছে, এরকম ঘন ঘন অনাহারে থাকার সুবিধা নিয়ে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিঃসন্দেহ নন। কেউ এই ডায়েট অনুসরণ করার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে বলেছে ন্যাশনাল হেলথ সার্ভিস।  বিশেষ করে গর্ভবতী, ডায়াবেটিক বা যারা ওষুধ খাচ্ছেন, তাদের জন্য অনেক সময় এরকম অনাহারে থাকা বিপদ ডেকে আনতে পারে
. মাইকেল মোজলে বলছেন, খাবার খাওয়ার ক্ষেত্রে যেমন সংযম দরকার, তেমনি অনাহারে থাকার ক্ষেত্রেও সংযম প্রয়োজন


NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner