-->

Translate your won

মাত্র ১টি উপায়েই চিরতরে দূর করুণ ব্রণ , দাগ ও বলিরেখা !

ত্বকে কোন সমসসা নেই এরকম ভাগ্যবান মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া খুব কষ্টকর। তবে ত্বকের সমস্যা সমাধান করার জন্য অনেকে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। বেশিরভাগ সময় দেখা যায়, এসকল পণ্য দেয়া ছেড়ে দিলে আবার আগের সমস্যা শুরু হয়ে যায়। তাই ত্বকের সমস্যা সমাধানে সবার আগে ঘরোয়া উপাদান বেঁছে নিন। এতে ক্ষতিকর পদার্থ থাকার ভয় থাকে না।
দাগ, ব্রণ ও বলিরেখা থেকে আপনাকে মুক্তি দিবে মাত্র দুইটি উপাদান। এই চিকিৎসাকে মাইক্রোডার্মাব্রাসন বলা হয়। অলিভের তেল ও বেকিং সোডা ব্যবহারে আপনি প্রথম বারেই এর কার্যকারিতা বুঝতে পারবেন।
অলিভ বা জলপাইয়ের তেল আমাদের ত্বকের জন্য অনেক উপকারি। এটি খুব সহজে আপনার ত্বক কোমল ও নরম করে তুলবে। সাথে সাথে বেকিং সোডা ব্যবহারের ফলে তা আপনার ত্বকের মরা চামড়া তুলে ফেলতে সহায়ক হবে। এই দুইয়ের মিশ্রণ খুব সহজে আপনার ত্বক পরিস্কার করবে। প্রথম ব্যবহারের পর আপনার ত্বকের উজ্জ্বলতা দেখে আপনি নিজেই এর উপকারিতা বুঝতে পারবেন।
এটি ব্যবহারের জন্য শুধু ভালভাবে অলিভ তেলের সাথে বেকিং সোডা মিশিয়ে ত্বকে আলতো করে ৫ মিনিট ঘষে নিবেন। তারপর আর ৫ মিনিট অপেক্ষা করার পর মুখ ধুয়ে ফেলবেন।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner