-->

Translate your won

মরিচের গুঁড়ায় রক্ষা হবে হার্টের রোগীর জীবন

হার্টের রোগীর সংখ্যা নেহাত কম নয়। আর এই রোগটি খুবই স্পর্শকাতর। মুহূর্তের মধ্যেই মানুষ চলে যেতে পারেন পরপারে। এক্ষেত্রে হার্টের রোগীকে সহজে সুস্থ করে তোলার পরামর্শ দিয়েছেন বিদেশি একজন চিকিৎসক। আর তাতে যে কোন মানুষই খুব সহজে বাচাঁতে পারবেন একজন রোগীকে।


ছোট্ট সেই উপায়টি হলো মরিচের গুঁড়া। সবার বাসায়ই শুকনো মরিচের গুঁড়া থাকে। যখনই কোন হার্টের রোগী বুকে ব্যাথার সমস্যায় কষ্ট পাবেন তখনই তাকে একগ্লাস পানির সঙ্গে এক চিমটি মরিচের গুঁড়া মিশিয়ে খাইয়ে দিতে হবে। যদি রোগী অজ্ঞান হয়ে যান তাহলে তার জিভের নিচে সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিন। এটিই সবচেয়ে সহজ উপায় একজন হার্টের রোগীকে তাৎক্ষণিকভাবে সুস্থ করে তোলার।
দেখবেন খুব তাড়াতাড়ি হার্টের রোগী কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। ওই চিকিৎসক আরও বলেন, এভাবেই যে কোন মানুষ প্রথম ধাপে একজন হার্টের রোগীকে সুস্থ করে তুলতে পারেন। কিন্তু যদি রোগী যদি বেশি অসুস্থ হয়ে যান তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিতে হবে।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner