-->

Translate your won

২ মিনিটে ঘুমিয়ে পড়তে মার্কিন সেনাদের কৌশলI আমরাও এ ভাবে ঘুমাতে পারি।

কঠিন চাপ, আবেগ সংক্রান্ত জটিলতা, দৈনন্দিন জীবনের অসামঞ্জস্যতার কারণে আমরা অনেকেই ঘুমের অভাবে ভুগি। পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার ৭০ মিলিয়ন মানুষ ঘুমের ব্যাধিতে ভুগেন। আমাদের দেশেও দিন দিন সংখ্যা বাড়ছে।  সেই মুহূর্তে শােবার ঘরকে ঠান্ডা রাখা, অন্ধকার করা এবং শান্ত রাখা কোন কিছুই কাজ করে না। এই কঠিন সময়ে কিছু স্পেশাল ব্যবস্থা নিতে হয়।

মার্কিন সেনাবাহিনীর সদস্যরা কিভাবে মাত্র দুই মিনিটে ঘুমিয়ে পড়েন সেই বুদ্ধিটাই আজ আপনাদের জানাবাে!

শারীরিক এবং মানসিক কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনি ১.৫ মিনিট, কারাে কারাে জন্যে ২ মিনিট, এর মধ্যে ঘুমিয়ে যেতে পারবেন!

ধাপ ১: মুখের পেশিকে শিথিল করুন, জিভ, চোয়াল এবং চোখের আশেপাশের পেশী সবই শিথিল করুন!
নিচের ছবিটি খেয়াল করুন :-
ধাপ ২ :
কাঁধ যত নিচে নামানো সম্ভব নামেন।  তারপর একপাশের হাত উপরে থেকে নিচ পর্যন্ত শিথিল করুন এবং এর পরে অন্নপাশেরটাও করুন।

নিচের ছবিটা খেয়াল করুন :

ধাপ ৩ :
শ্বাস বের করে দিন এবং বুক শিথিল করুন।  এরপর, নিজের পা শিথিল করুন।  উপর থেকে উরু পর্যন্ত এবং এরপর নিচ পর্যন্ত !

নিচের ছবিটা খেয়াল করুন :

ধাপ ৪ :
আগের ধাপগুলো মনে হচ্ছে সহজ এবং এখন আমরা যে ধাপগুলির কথা বলবো সেগুলি আপনার মন পরিষ্কার করবে !

শিথিল করার ১০ সেকেন্ড পরে , এখন সময় হয়েছে ছেড়ে দিবার।  ৩ টা ছবি কল্পনা করলে আপনার সব ভাবনা মন থেকে চলে যাবে এবং অন্য ভাবনা আসতেও পারবে না !
১.  কল্পনা করুন আপনি একটা শান্ত হ্রদে নৌকায় শোয়া এবং উপরে নীল আকাশ ছাড়া কিছুই নাই।

ছবি দেখুন
২. একটা অন্ধকার ঘরে একটা কালো হ্যামকে ( দোলনা সাদৃশ্য বিছানা ) গোড়া- গড়ি !
নিচের ছবিটি  দেখুন :


৩. চিন্তা করবো না, চিন্তা করবো না, চিন্তা করবো না, বার বার এই একেই কথা বলা !

আপনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো প্রথম বিষয় যা দীর্ঘদিন ঘুমের ব্যাঘাত ঘটালে সবার আগে আক্রান্ত হয়।  আরো খারাপ দিকগুলো হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, স্মৃতি হারানো, উচ্চ রক্তচাপ , ওজন বেড়ে যাওয়া, এবং আরো অনেক . তো ঝুঁকি কেন নিবেন ? এই নতুন পদ্ধতি প্রয়োগ করে দেখুন।  সুস্থ থাকুন এটাই আমার প্রত্যাশা। 
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner