Primary Support for Heart Attack (CRP)
বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যায় হার্ট অ্যাটাক বা হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে। হাসপাতালে নেবার আগেই মারা যায় রুগী।
কারো হার্ট অ্যাটাক হয়েছে তা বোঝার উপায় কি ?
১। বুকে প্রচন্ড ব্যাথা
২। মনে হচ্ছে বুকের উপর পাথর দিয়ে চেপে ধরেছে
৩। বমি হতে পারে এনং অনেক ঘাম হতে পারে
তা হলে রুগীকে বাঁচানের কোন উপায় নাই? সব সময় রুগীকে বাঁচান সম্ভব নাও হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু ক্ষন বাঁচান যায়। এর এর সাথে সাথে রুগীকে তাতক্ষিনিক হাসপাতালে নিয়ে যেতে পারলে রুগী বেঁচে যাবে। তা- হলে কি এই প্রাথমিক উপায়? আর সবাই কি এটা সম্পর্কে ভাল করে জানে? সত্যি কথা হল আসলেই বেশির ভাগ মানুষ জানে না হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে।
তাই এখানে দুটি ভিডিও আপলোড করা হল। দয়া করে ভিডিও দেখেন এবং বাঁচান আপনার কাছের মানুষটিকে, তার পরে দ্রুত রুগীকে হাসপাতালে নিয়ে যাবার ব্যাবস্থা করেন।
ভিডিও ২টি দেখেন আশাকরি অনেক মানুষ উপকার পাবে।
আরো ১টি ভিডিও
আশা করি অনেক মানুষের জীবন বাঁচাতে সক্ষম হব আমরা।